‘সাম্য ও সমতার দেশ গড়বো সমবায়’ প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
‘সাম্য ও সমতার দেশ গড়বো সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আহ্বান
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা স্মৃতি প্রভা নন্দী। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজলু আজিম।
প্রধান অতিথি রুবাইয়া বিনতে কাশেম বলেন, “কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমানে ১০৬টি সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে—যা একটি উপজেলার জন্য অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত।” তিনি বলেন, সমবায় মানে একসাথে এগিয়ে যাওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা ও বেকারত্ব দূর করা। ‘সবার জন্য আমি, আমার জন্য সবাই’—এই মূলমন্ত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়ন সম্ভব।
তিনি সিরাজপুর সার্বিক গ্রাম ইউনিয়ন সমবায় সমিতি লি:-এর সমাজমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং অন্যদের অনুসরণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা ও সম্মাননা প্রদান
সভায় বক্তব্য রাখেন সিরাজপুর সার্বিক গ্রাম ইউনিয়ন সমবায় সমিতি লি:-এর সভাপতি আব্দুল মতিন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন, সহ-সভাপতি জামাল উদ্দীন টিপু, সিরাজপুর ও পৌরসভা বহুমুখী সমবায় সমিতি লি:-এর সাধারণ সম্পাদক করিমুল হক সাথী, এবং চাপরাশিরহাট বহুমুখী সমবায় সমিতি লি:-এর সভাপতি রইস উদ্দীন মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খোকন।
আলোচনা শেষে সমবায় আন্দোলনে বিশেষ অবদান রাখায় পাঁচটি সমবায় প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
