
ভারতের কানপুরে ‘আই লাভ মোহাম্মদ (সা.)’ লেখা–সংবলিত ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রায় অংশ নেওয়া মুসলিমদের বিরুদ্ধে মামলা করায় রাজ্যে লক্ষ্ণৌতে বিক্ষোভ। ২০ সেপ্টেম্বর ২০২৫, উত্তর প্রদেশছবি: এএনআই।
আল জাজিরা।
ভারতে গত এক মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপিশাসিত রাজ্যগুলোতে পুলিশ একের পর এক অভিযান চালাচ্ছে এবং মুসলিম পুরুষদের গ্রেপ্তার করছে। গ্রেপ্তার ব্যক্তিদের কথিত অপরাধ হলো একটি পোস্টার, টি-শার্ট বা সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করে লেখা—‘আই লাভ মুহাম্মদ (সা.)’।
কর্তৃপক্ষের দাবি, এই বাক্যটি ‘আইনশৃঙ্খলার জন্য হুমকি’ তৈরি করছে।
দমন-পীড়নের সূত্রপাত
- শুরু: গত ৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের কানপুর শহরে মুসলিমরা ঈদে মিলাদুন্নবী উদ্যাপন করছিলেন। এ সময় আলোকসজ্জা করা একটি বোর্ডে লেখা ছিল—‘আই লাভ মুহাম্মদ (সা.)’। স্থানীয় কিছু হিন্দু এর সমালোচনা করেন।
- মামলা: হিন্দুদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই ডজন মানুষের বিরুদ্ধে মামলা করে। তবে মামলায় ধর্মকে ব্যবহার করে বিদ্বেষ ছড়ানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়, যাতে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে।
- দমন: এই ঘটনার প্রতিবাদে তেলেঙ্গানা, গুজরাটসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ভারতজুড়ে ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ লিখে ব্যাপক প্রচার শুরু হয়। পরে উত্তর প্রদেশের বেরেলিতে বিক্ষোভে সংঘর্ষের পর পুলিশ ৭৫ জনকে গ্রেপ্তার করে। বিক্ষোভকারীদের সংশ্লিষ্ট অন্তত চারটি ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
দমন-পীড়নের চিত্র
অলাভজনক সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)-এর তথ্যমতে:
- ক্ষমতাসীন বিজেপিশাসিত রাজ্যগুলোয় এ পর্যন্ত কমপক্ষে ২২টি মামলা হয়েছে।
- আসামি করা হয়েছে আড়াই হাজারের বেশি মুসলিমকে।
- এসব রাজ্য থেকে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে অনেক মুসলিমের বাড়িঘর আদালতের আদেশ ছাড়াই ভেঙে ফেলা হয়েছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপন্থী।