
এআই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে, ২১ অক্টোবর ২০২৫।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভুল তথ্য ও প্রোপাগান্ডা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সিইসির মন্তব্য ও নির্দেশনা
উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, নির্বাচনের সময় ভুল তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচারণা ঠেকাতে এআই ব্যবহার সময়ের দাবি। এআইয়ের সহায়তায় তথ্য যাচাইয়ের পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে।
সিইসি বলেন, এআই দলটিকে ২৪ ঘণ্টা কাজ করতে হবে। গভীর রাতেও বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত ও যাচাই করতে হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতি সিইসির নির্দেশনা:
- তিনি শুধু নীতিগত নির্দেশনা নয়, বরং বাস্তবায়নযোগ্য পরিকল্পনা চেয়েছেন।
- কতজন লোক প্রয়োজন, কী ধরনের দক্ষতা থাকা উচিত এবং কীভাবে দূরবর্তী এলাকার ভুল তথ্য মোকাবিলা করা যাবে—এসব বিষয়ে খুঁটিনাটি প্রস্তাবনা দিতে হবে।
- তথ্য যাচাইয়ের জন্য কত দ্রুত প্রতিক্রিয়া জানানো যাবে এবং কোন সংস্থাগুলো তথ্য যাচাইয়ে যুক্ত থাকবে—এসব বিষয়ে বাস্তবসম্মত পরিকল্পনা জরুরি।
সিইসি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ থেকে পাওয়া পরামর্শগুলো নির্বাচনের সময় ভুল তথ্য ও বিভ্রান্তি মোকাবিলার জন্য কার্যকর একটি ফ্যাক্টচেকিং অবকাঠামো গঠনে সহায়তা করবে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি–বিশেষজ্ঞ, সাংবাদিক ও ফ্যাক্টচেকিং সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।