
ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে অনুষ্ঠিত শিক্ষার মনোনয়ন বিষয়ক মতবিনিময় সভা। ছবি
রাশিদ আহমেদ নিসর্গ (ময়মনসিংহ)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “সেই ৫৪ বছরেও আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নে অথবা শিক্ষকদের জীবনমান উন্নয়নে কিছু করতে পারিনি। আজ ৫৪ বছর পরে এসে আমাদের শিক্ষকদের ন্যায্য বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মাঠে নামতে হয়।”
তিনি শিক্ষকদের সঙ্গে একমত পোষণ করে বলেন, “আমি শিক্ষকদের সাথে এবং তাঁদের এই যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করছি। আমরা দেখি বিভিন্ন কাজে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা হচ্ছে, অথচ যখন কোনো শিক্ষক কোনো দাবি নিয়ে যান, তখন সেখান থেকে বলা হয় অর্থ নেই, বাজেট নেই।” তিনি আরও জানান, তিনি শিক্ষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং কল্যাণে বিভিন্ন মহলের সাথে কথা বলছেন।
কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে এবং নাসিরাবাদ কলেজ ময়মনসিংহের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ, নাসিরাবাদ কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি সেক আমজাদ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।