
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নির্বিকার ভূমিকার নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি অবিলম্বে কার্যকর ভূমিকা গ্রহণ করে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছে। আজ মঙ্গলবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে এ আহ্বান জানান।
নেতাদের অভিযোগ
গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, চলতি বছর ২৫১ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করলেও সরকারের কোনো টনক নড়ছে না।
- সংক্রমণ: কেবল সরকারি হিসাবেই ৬১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি।
- দায়িত্বহীনতা: তাঁরা বলেন, “সারা বছর যেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পিত ভূমিকা থাকার কথা, সেখানে তারা এ বিষয়ে কোনো কাজই করেনি।”
দাবি
গণসংহতি আন্দোলনের নেতারা অবিলম্বে ডেঙ্গু নিয়ন্ত্রণে:
- দ্রুত কার্যকর ভূমিকা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
- সরকারি হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে ডেঙ্গু চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।