রয়টার্স।

ফাইল ছবি। রইটার্স।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক সম্পদ অর্জনে নতুন ইতিহাস গড়েছেন। বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তির নিট সম্পদ সম্প্রতি ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। ইতিহাসে এই প্রথমবার কোনো ব্যক্তির নিট সম্পদ ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল।
ফোর্বস সাময়িকীর বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, গতকাল বুধবার বিকেল সোয়া চারটা পর্যন্ত ইলন মাস্কের নিট সম্পদ দাঁড়ায় ৫০০ দশমিক ১ বিলিয়ন বা ৫০ হাজার ১০ কোটি ডলার।
মূলত তাঁর সম্পদ বৃদ্ধির প্রধান কারণগুলো হলো:
- বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা-এর শেয়ারের ঊর্ধ্বগতি।
- স্পেসএক্সসহ তাঁর অন্যান্য প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি।
এই বিশাল সম্পদ অর্জনের মাধ্যমে ইলন মাস্ক বৈশ্বিক ধনী ব্যক্তিদের তালিকায় একটি নতুন রেকর্ড তৈরি করলেন।