‘নেক্সট-লেভেল ওয়াটারপ্রুফ ফোন’ উন্মোচন হবে ৫ নভেম্বর, থাকছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি

টেক ডেস্ক:
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের পরবর্তী সি-সিরিজ ডিভাইস রিয়েলমি সি৮৫ প্রো’র মাধ্যমে আবারও বাজেট স্মার্টফোন সেগমেন্টে আলোড়ন তুলতে যাচ্ছে। ‘নেক্সট-লেভেল ওয়াটারপ্রুফ ফোন’ নামে পরিচিত এই বহুল প্রতীক্ষিত স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে আগামী ৫ নভেম্বর উন্মোচিত হতে যাচ্ছে।
আগের মডেল রিয়েলমি সি৭৫-এর ব্যাপক সাফল্যের পর, এর উত্তরসূরি হিসেবে রিয়েলমি সি৮৫ প্রো ডিউরেবিলিটি ও পারফরম্যান্সের সীমানা অতিক্রম করতে প্রস্তুত।
আইপি৬৯ প্রো: সহনশীলতার নতুন মানদণ্ড
রিয়েলমি সি৮৫ প্রো-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর আইপি৬৯ প্রো রেটিং, যা স্মার্টফোন ডিউরেবিলিটিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এটি আইপি৬৮ বা আইপি৬৯-এর মতো প্রচলিত সুরক্ষার মানগুলোর চেয়ে অনেক উন্নত।
- চরম সহনশীলতা: যেখানে অন্যান্য ডিভাইসগুলো কেবল পানির ছিটা বা সামান্য সময় ডুবে থাকা সহ্য করতে পারে, সেখানে রিয়েলমি সি৮৫ প্রো চরম সহনশীলতার জন্য বিশেষভাবে তৈরি। এটি ৬০ দিনের মতো দীর্ঘ সময় পানির নিচে টিকে থাকতে পারে, পানির উচ্চচাপ প্রতিরোধ করতে পারে এবং গরম পানি বা কফি পড়লেও এর পারফরম্যান্সে কোনো প্রভাব পড়ে না।
- প্রতিষ্ঠা: এই অসাধারণ বৈশিষ্ট্যটি রিয়েলমি সি৮৫ প্রো’কে এই সেগমেন্টের সবচেয়ে সুরক্ষিত ও নির্ভরযোগ্য ফোন হিসেবে প্রতিষ্ঠিত করছে।
ব্যাটারি ও পারফরম্যান্স ফিচার
শক্তির দিক থেকেও রিয়েলমি সি৮৫ প্রো অনন্য কিছু ফিচার নিয়ে আসছে:
- ব্যাটারি: সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, যা দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করবে। এতে ১০ ওয়াট রিভার্স চার্জিং ফিচারও রয়েছে।
- ডিসপ্লে: রয়েছে ৬.৮ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যা ৪০০০ নিটসের সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম। ফলে প্রখর সূর্যালোকেও এটি ব্যবহার করা যাবে।
- প্রসেসর ও এআই: ফোনটিতে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যা মাল্টিটাস্কিং ও ফটোগ্রাফির ক্ষেত্রে নিরবচ্ছিন্ন এআই-সক্ষম পারফরম্যান্স নিশ্চিত করবে। এআই এডিট জিনি ও এআই আউটডোর মোড এর অন্যতম আকর্ষণ।
নেক্সট লেভেল ওয়াটারপ্রুফ ফিচার, সুবিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসরের মাধ্যমে রিয়েলমি সি৮৫ প্রো ডিউরেবিলিটি, পারফরম্যান্স ও প্রোডাক্টিভিটির মধ্যে নিখুঁত ভারসাম্য নিশ্চিত করবে।
