
ছবি সংগৃহীত।
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পোস্টমর্টেম রুমে এক মৃত নারীকে ধ”র্ষ-ণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২১ অক্টোবর রাতে।
ঘটনার বিবরণ
- মৃত নারী: হালুয়াঘাট থানার ঘোষবেড় গ্রামের নূরজাহান আক্তার হাসি। তিনি গলায় ফাঁ”সি দিয়ে আ”ত্ম্য-হ-ত্যা করেন।
- অভিযোগ: হালুয়াঘাট থানা থেকে ডোম আবু সাঈদ মৃত হাসিকে ময়মনসিংহ মর্গে নিয়ে আসেন।
- গত ২১ অক্টোবর রাতে ম”ৃত হাসিকে ডোম আবু সাঈদ ধ”র্ষ-ণ করে।
- উন্মোচন: পোস্টমর্টেম করার সময় চিকিৎসক জানতে পারেন, ঘণ্টা কয়েকের মধ্যে ম”ৃত নারীটিকে ধ”র্ষ-ণ করা হয়েছে।
পরে হালুয়াঘাট থানা ও কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবগত করা হলে অভিযুক্ত ডোম আবু সাঈদকে আ ট ক করে।