
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ।ছবি
রাশিদ আহমেদ নিসর্গ (ময়মনসিংহ)
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ি ভাড়া সহ ৩ দফা ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট (বাবেশিকফো) ময়মনসিংহ জেলার নেতারা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন শতাধিক শিক্ষক নেতা।
শিক্ষকদের দাবি
সমাবেশে শিক্ষক নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের ন্যায্য দাবিগুলো ঘোষণা করতে হবে। দাবিগুলো হলো:
- ২০% বাড়ি ভাড়া
- ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা
- কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা
সমাবেশে বক্তব্য রাখেন বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফজালুর রশিদ, জেলার সভাপতি ও মৃত্যুঞ্জয় স্কুলের প্রধান শিক্ষক রুকন উদ্দীন, সাধারণ সম্পাদক ও দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাজামাল চৌধুরী, ময়মনসিংহ সিটির আহ্বায়ক মো. নুরুল ইসলাম সরকার, সদরের আহ্বায়ক ও আমলীতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হকসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যৌক্তিক দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা হোক। এসময় বাবেশিকফোর কেন্দ্রীয়, জেলা, সিটি ও সদরের প্রধানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।