
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নবনির্বাচিত নেতা সানায়ে তাকাইচি। টোকিও, ৪ অক্টোবর ২০২৫ছবি: রয়টার্স।
বিবিসি
সানায়ে তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এই প্রার্থী নিম্ন ও উচ্চ—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তিনি নিম্নকক্ষে ২৩৭ ভোট ও উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়েছেন।
ঐতিহাসিক মুহূর্ত ও চ্যালেঞ্জ
- রাজনৈতিক অবস্থান: ‘জাপানের আয়রন লেডি’ হিসেবে পরিচিত তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী এবং দৃঢ় রক্ষণশীল ভাবধারার রাজনীতিক।
- ঐতিহাসিক জয়: জাপানের রাজনীতিতে নারীর অংশগ্রহণ সীমিত হওয়ায় তাঁর এই জয়কে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
- ক্ষমতায় আগমন: পাঁচ বছরের মধ্যে তাকাইচি জাপানের চতুর্থ প্রধানমন্ত্রী। তিনি এমন এক সময়ে ক্ষমতায় এলেন, যখন এলডিপি দল রাজনৈতিক কেলেঙ্কারিতে জর্জরিত এবং তাদের জনসমর্থন কমে যাচ্ছে।
তবে তরুণ জাপানি নারীদের মধ্যে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন যে রক্ষণশীল তাকাইচি নারীর অধিকারকে এগিয়ে নেবেন কি না। তাঁদের মতে, তাঁর রাজনৈতিক মতাদর্শ পুরুষতান্ত্রিক ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চায়।