
এক মিনিটের মধ্যে স্মার্টফোন থেকে তথ্য চুরি করতে সক্ষম হ্যাকিং কৌশল আবিষ্কার করেছেন একদল গবেষকরয়টার্স।
প্রযুক্তি ডেস্ক।
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলেও এটিই হতে পারে নজরদারি ও তথ্য চুরির বড় মাধ্যম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মাত্র এক মিনিটের মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে তথ্য ও কোড চুরি করতে সক্ষম নতুন এক হ্যাকিং কৌশল আবিষ্কার করেছেন।
‘পিক্সন্যাপিং’ কৌশল কী?
গবেষকদের দাবি, ‘পিক্সন্যাপিং’ নামের এই নতুন হ্যাকিং কৌশলটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (জিপিইউ) দুর্বলতা কাজে লাগিয়ে ফোনের পর্দায় থাকা তথ্য চুরি করে।
- কার্যকারিতা: এই কৌশল কাজে লাগিয়ে এরই মধ্যে গুগল পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি এস২৫ মডেলের ফোন থেকে ব্যবহারকারীদের অজান্তে ব্যক্তিগত তথ্য, বার্তা ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড সংগ্রহ করা হয়েছে। সামান্য পরিবর্তন আনলে এটি অন্যান্য স্মার্টফোনেও ব্যবহার করা যেতে পারে।
- পদ্ধতি: সাইবার হামলা চালানোর জন্য প্রথমে ব্যবহারকারীকে একটি ক্ষতিকর অ্যাপ ইনস্টল করতে প্রলুব্ধ করা হয়। এরপর অ্যাপটি অ্যান্ড্রয়েডের এপিআই ব্যবহার করে নির্দিষ্ট অ্যাপ চালু করে এবং নির্দিষ্ট তথ্য ফোনের পর্দায় প্রদর্শনে বাধ্য করে। গবেষক দলের প্রধান অ্যালান লিংহাও ওয়াং বলেন, এই প্রক্রিয়া অনেকটা অনুমোদনবিহীনভাবে ‘স্ক্রিনশট’ নেওয়ার মতো।
পিক্সন্যাপিং কৌশলটি ২০২৩ সালে আলোচিত জিপিইউ ডট জিপ আক্রমণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে গবেষকরা জানিয়েছেন।