খেলা ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ মানেই ভারত-পাকিস্তান লড়াই। রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকলেও আইসিসি ও এশিয়ান ইভেন্টে এই দুই দলের লড়াই সব সময়ই আকর্ষণের তুঙ্গে থাকে। ২০২৫ সালের তিক্ততা কাটিয়ে ২০২৬ সালেও মাঠের লড়াইয়ে একাধিকবার মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
তিক্ততার প্রেক্ষাপট
গেল বছর পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের আরও অবনতি হয়েছে। সর্বশেষ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করা কিংবা পিসিবি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি না নেওয়ার মতো ঘটনাগুলো ক্রিকেটের ২২ গজে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের ভারত ও সালমান আলি আঘার পাকিস্তান। টুর্নামেন্টের সমীকরণ মিললে সেমিফাইনাল বা ফাইনালে আবারও দেখা হতে পারে এই দুই দলের।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৯
আগামী ১৪ জুন এজবাস্টনে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের ভারত ও ফাতিমা সানাদের পাকিস্তান। অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুই দল আলাদা গ্রুপে থাকলেও নক-আউট পর্বে (সেমিফাইনাল বা ফাইনাল) তাদের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
মুখোমুখি হওয়ার সমীকরণ
২০২৬ সালে সব মিলিয়ে ভারত-পাকিস্তানের অন্তত দুইবার মুখোমুখি হওয়া নিশ্চিত (পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বে)। তবে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নক-আউট পর্বসহ এই সংখ্যা পাঁচবার পর্যন্ত পৌঁছাতে পারে।
ক্রিকেট প্রেমীরা এখন চাতক পাখির মতো চেয়ে আছেন, মাঠের লড়াইয়ে কি এবার বরফ গলবে, নাকি তিক্ততা আরও বাড়বে?
