
সাইবার হামলার প্রতীকী ছবিছবি: রয়টার্স
প্রযুক্তি ডেস্ক।
জিমেইল, আউটলুক, ইয়াহুসহ বিভিন্ন ই-মেইল সেবা ব্যবহারকারীদের ১৮ কোটি ৩০ লাখের বেশি পাসওয়ার্ড চুরি হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট জানিয়েছেন, বিপুলসংখ্যক পাসওয়ার্ড চুরির এই ঘটনা কয়েক মাস আগে ঘটেছে। ফলে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক ই-মেইল ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন।
যেভাবে পাসওয়ার্ড চুরি হলো
- শনাক্তকরণ: যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিনথিয়েন্টের গবেষক বেঞ্জামিন ব্রান্ডেজ প্রথম পাসওয়ার্ড চুরির ঘটনা শনাক্ত করেন এবং বিষয়টি ‘হ্যাভ আই বিন পাউন্ড’ ওয়েবসাইটকে জানান।
- ক্ষতিকর সফটওয়্যার: ট্রয় হান্ট জানিয়েছেন, ৩.৫ টেরাবাইট আকারের চুরি হওয়া তথ্যগুলো কোনো একক প্রতিষ্ঠানের সার্ভারে অনুপ্রবেশের ফল নয়। বরং, কম্পিউটারে অনুপ্রবেশকারী ক্ষতিকর সফটওয়্যারের (Malware) মাধ্যমে দীর্ঘ সময় ধরে চুরি হওয়া অসংখ্য তথ্য একত্রিত করে এই বিশাল তথ্যভান্ডার তৈরি করা হয়েছে।
- সুরক্ষার চ্যালেঞ্জ: বেঞ্জামিন ব্রান্ডেজ বলেন, কেবল শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারেই নিরাপত্তা নিশ্চিত হয় না। ব্যবহারকারীর কম্পিউটার ক্ষতিকারক সফটওয়্যারে আক্রান্ত হলে পাসওয়ার্ড চুরি ঠেকানো কঠিন হয়ে পড়ে। ব্যক্তিগত তথ্য একবার চুরি হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং থামানো কঠিন হয়।
পরামর্শ: ব্যবহারকারীরা ‘হ্যাভ আই বিন পাউন্ড’ ওয়েবসাইটের মাধ্যমে তাঁদের ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা যাচাই করে নিতে পারেন।
