
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ, মেধা পুরস্কার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের কার্যক্রম
অনুষ্ঠানের প্রথম পর্বে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দ্বিতীয় পর্বে মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়াও রেইনবো যুব ফাউন্ডেশনের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ।
অতিথিবৃন্দ ও আলোচনা
মাদ্রাসার সহকারী মুহতামিম মাওলানা মুহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। তিনি মাদ্রাসার শিক্ষার পরিবেশ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
মাদ্রাসার কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মুহাম্মদ আজমত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
- মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও রেইনবো যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন সুমন।
- রেইনবো ফাউন্ডেশনের সিইও ড. খন্দকার নাজমুল হক।
- সেনবাগ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ খুরশিদ আলম।
- মাদ্রাসার সেক্রেটারি মুহাম্মদ জাফর উল্যাহ প্রমুখ।
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।






