
আফগান তালেবানের সীমান্তচৌকিতে ড্রোন থেকে মর্টার ফেলা হচ্ছেছবি: রয়চার্স ফাইল ছবি।
আল–জাজিরা ও রয়টার্স।
পাকিস্তান ও আফগানিস্তান নতুন করে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হলেও সীমান্ত এলাকায় আলাদা হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পাকিস্তানের হামলায় পাকতিকা প্রদেশে স্থানীয় আট ক্রিকেটারসহ ১০ জন নিহত হয়েছেন।
আফগানিস্তানে হামলা ও হতাহতের দাবি
আফগান কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর পাকিস্তানের সেনাবাহিনী দক্ষিণ–পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে হামলা চালিয়েছে।
- হামলার স্থান: দক্ষিণ–পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশের বারমাল ও উরগুন এলাকা এবং সীমান্তসংলগ্ন আরও দুই এলাকায় বোমা হামলা হয়েছে।
- হতাহতের সংখ্যা: পাকতিকা প্রাদেশিক হাসপাতালের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন, হামলায় ১০ জন নিহত হয়েছেন।
- ক্রিকেটারদের মৃত্যু: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলায় আটজন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। তাঁরা একটি ম্যাচ খেলার পর উরগুন এলাকায় ফিরছিলেন।
পাকিস্তানের অবস্থান
একজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে নতুন বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “যুদ্ধবিরতি তো আফগান তালেবানের সঙ্গে হয়েছে। আফগানিস্তানে অবস্থানরত ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীদের সঙ্গে হয়নি, যাঁরা পাকিস্তানে হামলা চালায়।”
উল্লেখ্য, আফগানিস্তানে হামলা হওয়ার আগে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছিলেন, সীমান্তের কাছে নিরাপত্তা বাহিনীর একটি কম্পাউন্ডে পাকিস্তানি তালেবানের (টিটিপি) পৃষ্ঠপোষকতায় একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই হামলায় সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।