
আল- আমিন হোসেন
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (realme), মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের (Ricoh Imaging Company Ltd.) সাথে এক কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই যুগান্তকারী অংশীদারিত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
চার বছরের নিবিড় প্রস্তুতির ফল হিসেবে এই সহযোগিতাটিকে ইমেজিং খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম বিবেচনা করা হচ্ছে।
জিটি ৮ প্রো’র মাধ্যমে নতুন যুগের সূচনা
এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো— তরুণদের হাতে এমন উন্নত টুলস সরবরাহ করা, যা তাদের নিজস্ব স্টাইল এবং ব্যক্তিগত অভিব্যক্তিকে পুরোপুরি ফুটিয়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি, ক্যামেরার ঐতিহ্যবাহী মানকে মোবাইল ফটোগ্রাফিতে নিয়ে আসা।
রিয়েলমি ও রিকো জিআর-এর মধ্যে ব্যাপক কাস্টমাইজেশনের মধ্য দিয়ে, বাজারে আসতে যাওয়া জিটি ৮ প্রো (GT 8 Pro) ফোনটি একটি অনন্য ইমেজিং অভিজ্ঞতা নিশ্চিত করতে যাচ্ছে। এতে অপটিক্যাল সক্ষমতা, কালার অ্যালগরিদম, ইমেজিং টোন এবং রিকো জিআর ক্যামেরার প্রকৃত অনুভূতি অনুসরণ করে একটি স্বতন্ত্র ইউজার ইন্টারফেস (ইউআই) ডিজাইন করা হয়েছে।
ডিভাইসটিতে রিকো জিআর-এর ৩০ বছরের ঐতিহ্য এবং এর আইকনিক ফিল্মের মতো নান্দনিক ৫টি ক্লাসিক ইমেজ টোনের সাথে রিয়েলমির মোবাইল ইমেজিং সক্ষমতার সমন্বয় করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর দাবি, এই যৌথ উন্নয়ন স্ট্রিট ফটোগ্রাফি সংস্কৃতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

নেতৃত্বের বক্তব্য
এই অংশীদারিত্ব নিয়ে রিয়েলমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ও সিএমও চেইস সু বলেন, “মানুষ এখন একঘেয়ে ‘পারফেক্ট স্টাইল’ ছবি দেখে ক্লান্ত। এখন সবাই তাদের নিজস্ব স্টাইল দেখাতে চায়।”
অন্যদিকে, রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের ক্যামেরা বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার কাজুনোবু সাইকি বলেন, “আমাদের এ অংশীদারিত্ব কেবল পণ্য উদ্ভাবন নয়; বরং, একটি সংস্কৃতি যা নতুন প্রজন্মকে স্ট্রিট ফটোগ্রাফি উপভোগ করতে এবং জীবনের সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে।”
এই সহযোগিতা শুধু নির্দিষ্ট কোনো পণ্যের সাথে সম্পর্কিত নয়, বরং এটি স্ট্রিট ফটোগ্রাফি সংস্কৃতিকে মোবাইল যুগে নিয়ে আসার একটি বিশাল পদক্ষেপ। এর ফলে, যারা ডেডিকেটেড ক্যামেরা ব্যবহার করেন না, তারাও জিটি ৮ প্রো’র মাধ্যমে পেশাদার স্ন্যাপশট ফটোগ্রাফি উপভোগ করার সুযোগ পাবেন।