
চলচ্চিত্র অভিনেতা : ইলিয়াস কাঞ্চন।
প্রতিনিধি, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কৃতি সন্তান, জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে সিঙ্গাপুরে নয়, বরং লন্ডনে চিকিৎসাধীন আছেন।
তাঁর ছেলে ও নিসচা-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে বাবার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসার সর্বশেষ অবস্থা
- রোগ নির্ণয় ও চিকিৎসা: ইলিয়াস কাঞ্চন গত সাত মাস ধরে অসুস্থ এবং এপ্রিল মাস থেকে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন।
- অস্ত্রোপচার: গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তাঁর মাথায় আংশিক অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, টিউমারটি মস্তিষ্কের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে থাকায় সম্পূর্ণ অপসারণ সম্ভব হয়নি, কারণ এতে জীবনহানি বা প্যারালাইসিসের ঝুঁকি ছিল।
- বর্তমান চিকিৎসা: টিউমারের বাকি অংশ নিষ্ক্রিয় করার জন্য বর্তমানে তাঁর রেডিয়েশন ও কেমোথেরাপি (টার্গেট থেরাপি) চলছে।
নায়ক ইলিয়াস কাঞ্চনের পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।