
বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিথ্যা অভিযোগে দায়ের করা মামলা থেকে ৩৫ জনকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার একটি ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন যে, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৭৩এ ধারা অনুযায়ী এই অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদনগুলো আদালতে দাখিল করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার ৪ জন, রাজশাহী মহানগরের ৮ জন, ঢাকা মহানগরের ৪ জন, গাজীপুর জেলার ১ জন এবং কুড়িগ্রাম জেলার ১৮ জনকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
প্রেস সচিব আরও জানান, আরও ১১৬ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের কাজ চলছে। এর মধ্যে ঢাকা মহানগরে ১০৩ জন, গাজীপুরে ১ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং ঢাকা জেলায় ৯ জনের বিষয়ে প্রতিবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিথ্যা মামলায় হয়রানির শিকার হওয়া ব্যক্তিদের বিচারিক প্রতিকার নিশ্চিত করা হচ্ছে।