
ধোবাউড়া প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেলে ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের নিভৃত পাতাম গ্রামে নিজ অর্থায়নে নির্মিত দুইটি পায়ে হাঁটার কাঠের সেতু উদ্বোধন করেছেন। হাড়িয়া ডুবি নদীর সংযোগ খালের ওপর নির্মিত এই সেতু দুইটি স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর করবে।
গ্রামবাসী ও নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানের মধ্যে ফিতা কেটে সেতু দুইটি উদ্বোধন করেন এবং হেঁটে খাল পার হন প্রিন্স। এ সময় তিনি পাতাম মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।
জনসমাবেশে ভোট প্রার্থনা ও প্রতিশ্রুতি
সেতু উদ্বোধন শেষে পাতাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পুরাকান্দুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলায়মান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীকে “ধানের শীষ” প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
তিনি বলেন, দেশ পরিচালনায় একমাত্র বিএনপিরই দক্ষতা, যোগ্যতা ও গণমুখী পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা এবং দেশ ও জনকল্যাণে বিএনপির আগামী পরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ করেন।
প্রিন্সের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি:
‘জন প্রতিনিধি কার্যালয়’ স্থাপন: সংসদ সদস্যের জবাবদিহি নিশ্চিত করতে ময়মনসিংহ-১ সংসদীয় এলাকায় “জন প্রতিনিধি কার্যালয়” স্থাপন করা হবে।
উন্নয়ন প্রকল্প: জনসাধারণের চাহিদা মোতাবেক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
সামাজিক বেষ্টনী: দল-মত নির্বিশেষে যোগ্যদের তালিকা নির্ভুলভাবে প্রণয়ন করে সামাজিক বেষ্টনীর উপকারভোগী সুবিধা যথাযথভাবে বিতরণ নিশ্চিত করা হবে।
এ সমাবেশে ধোবাউড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ চলছিল।