
জাকসু নির্বাচনে ভোট গণনা চলছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকেছবি :
নিজস্ব প্রতিবেদক
সাভার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ১৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। এ কারণে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অন্যের সহায়তা নিতে হচ্ছে, যা তাঁদের গণতান্ত্রিক অধিকারকে সীমিত করছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ সালাম বরকত হলের করিডরে মুঠোফোনে এক সহপাঠীর সহায়তা খুঁজছিলেন ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম। তিনি জানান, ব্রেইল পদ্ধতির ব্যবস্থা না থাকায় তাঁর মতো ৬০-৭০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারকে ভোট দিতে অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে।
এই প্রতিনিধির সঙ্গে কথা বলার একপর্যায়ে তরিকুল ইসলাম বলেন, “আমরা ২৭ আগস্ট এবং গতকাল বুধবারও জাকসু নির্বাচন কমিশনের কাছে ব্রেইল পদ্ধতির জন্য অনুরোধ করেছিলাম।” জবাবে প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান ব্রেইল পদ্ধতি রাখতে না পারায় দুঃখ প্রকাশ করেন।
তরিকুল ইসলামের দাবি, প্রশাসনের সদিচ্ছার অভাবে এমনটা হয়েছে। ব্রেইল পদ্ধতি না থাকায় অনেক শিক্ষার্থীকে ভোট দিতে অন্যের সহায়তা নিতে হচ্ছে। এতে বিশ্বস্ত কাউকে না পেলে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নিয়ে বিপত্তিতে পড়তে হবে। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, যা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত ছিল।
তরিকুল বলেন, “ডাকসুর মতো গুরুত্বপূর্ণ একটি ছাত্রসংসদ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাহলে জাকসুতে এমন একটি মৌলিক পদ্ধতি থাকবে না কেন? এই ব্যর্থতার কারণে আমাদের মতো শিক্ষার্থীরা নিশ্চিন্তে ভোট দিতে পারলেন না।” (https://juniv.edu/)