প্রযুক্তি ডেস্ক।

চ্যাটজিপিটি।
কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধা চালু করেছে ওপেনএআই। এই নতুন সুবিধা চালুর ফলে অভিভাবকেরা চাইলে সন্তানদের চ্যাটজিপিটি ব্যবহার সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবেন।
অভিভাবকেরা যা নিয়ন্ত্রণ করতে পারবেন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় ওপেনএআই জানিয়েছে, প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুর ফলে অভিভাবকেরা কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন। একবার এই সেটিং চালু হলে কেউ ইচ্ছা করে বন্ধ না করা পর্যন্ত এটি কার্যকর থাকবে।
প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা কাজে লাগিয়ে অভিভাবকেরা চ্যাটজিপিটির একাধিক সুবিধা নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে:
- সংবেদনশীল কনটেন্ট ও মেমোরি নিয়ন্ত্রণ: সংবেদনশীল কনটেন্টের ব্যবহার ও মেমোরি সুবিধা নিয়ন্ত্রণ করা যাবে।
- মডেল প্রশিক্ষণ: মডেল প্রশিক্ষণের জন্য কথোপকথন ব্যবহার করা হবে কি না, তা নিয়ন্ত্রণ করা যাবে।
- ফিচার নিয়ন্ত্রণ: ভয়েস ফিচার চালু বা বন্ধ করার সুযোগ থাকবে।
- ছবি তৈরি ও সম্পাদনা: অভিভাবকেরা ছবি তৈরি ও সম্পাদনার সুবিধাও সীমিত বা বন্ধ করে দিতে পারবেন।
অভিভাবকেরা সরাসরি সন্তানকে আমন্ত্রণ পাঠিয়ে অথবা সন্তানরাও অভিভাবককে আমন্ত্রণ জানানোর মাধ্যমে অ্যাকাউন্ট যুক্ত করতে পারবে। প্রাথমিকভাবে এটি চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে চালু হয়েছে। খুব শিগগিরই এ সুবিধা মোবাইল অ্যাপেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ওপেনএআই।