
রাশিয়ার হামলায় জ্বলছে একটি ভবন। বুধবার রাতে ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলেছবি: রয়টার্স
।রয়টার্স কিয়েভ।
ইউক্রেনজুড়ে বিভিন্ন স্থাপনায় এক রাতে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত বুধবার রাতভর এই হামলা চালানো হয়েছে।
জেলেনস্কি বলেন, ৩০০টিরও বেশি ড্রোন এবং ৩৭টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্য ভিনিতসিয়া ও পোলতাভা অঞ্চলসহ উত্তরে সুমি ও খারকিভ অঞ্চলেও হামলা চালানো হয়।
ইউক্রেনের প্রতিরোধ
ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে:
- বুধবার রাতে রাশিয়ার ছোড়া ড্রোনগুলোর মধ্যে ৩৭টি এবং ক্ষেপণাস্ত্রগুলোর ১৪টি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে।
- এ সময় ইউক্রেনীয় বাহিনী ২৮৩টি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলছে। ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাফতোগ্যাসের প্রধান নির্বাহী সের্গি কোরেতস্কি জানান, শুধু চলতি মাসেই দেশটির গ্যাস–সংক্রান্ত অবকাঠামোগুলোয় ছয়টি বড় হামলা হয়েছে, যা ইউক্রেনের গ্যাস উৎপাদনের ওপর প্রভাব ফেলেছে।