
হুতি চিফ অব স্টাফ মুহাম্মদ আল-ঘামারি। তাঁর নিহত হওয়া নিয়ে ঘোষণা দেওয়ার পর ১৬ অক্টোবর তারিখে ছবিটি প্রকাশ করে হুতি মিলিটারি মিডিয়াছবি: হুতি মিলিটারি মিডিয়া/রয়টার্স।
রয়টার্স, দুবাই।
ইরান–সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের চিফ অব স্টাফ মুহাম্মদ আবদ করিম আল-ঘামারি নিহত হয়েছেন বলে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। তারা বলেছে, ঘামারি দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হয়েছেন।
আবদ করিম আল–ঘামারিকে হত্যার জন্য হুতিরা সরাসরি ইসরায়েলকে দায়ী না করলেও তারা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাত এখনো শেষ হয়নি। বিবৃতিতে তারা আরও বলেছে, “ইসরায়েল তার করা অপরাধের যথাযথ শাস্তি পাবে।”
প্রেক্ষাপট
গত আগস্ট মাসে ইয়েমেনের রাজধানী সানায় হুতি নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত হন।
তখন ইসরায়েল জানিয়েছিল, ওই হামলার লক্ষ্য ছিল হুতিদের চিফ অব স্টাফ আল-ঘামারি, প্রতিরক্ষামন্ত্রী ও অন্য শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইসরায়েল তখন বলেছিল, হামলার ফলাফল যাচাই করা হচ্ছে।