
ভারতের কানপুরে ‘আই লাভ মোহাম্মদ (সা.)’ লেখা–সংবলিত ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রায় অংশ নেওয়া মুসলিমদের বিরুদ্ধে মামলা করায় রাজ্যে লক্ষ্ণৌতে বিক্ষোভ। ২০ সেপ্টেম্বর ২০২৫, উত্তর প্রদেশছবি: এএনআই।
আল-জাজিরা।
ভারতের উত্তর প্রদেশের কানপুরের সাঈদ নগরের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি সাইনবোর্ডে ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ লেখা আলোকসজ্জা টাঙানো হয়। মহানবী হজরত মুহাম্মদকে (সা.)-এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদ্যাপনের অংশ হিসেবে শ্রমজীবী বাসিন্দারা এই সাজসজ্জা করেন।
আপত্তি ও মামলা
- আপত্তি: সাইনবোর্ডে আলো জ্বলে ওঠার পর কয়েকজন হিন্দু ব্যক্তি সেখানে গিয়ে এর বিরুদ্ধে আপত্তি তোলেন। কয়েক ঘণ্টা বিশৃঙ্খলার পর সেই রাতেই সাইনবোর্ডটি সরিয়ে দেওয়া হয়।
- মামলা: এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সাঈদ নগরের নয়জন মুসলিম পুরুষ ও অজ্ঞাতপরিচয় ১৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।
স্থান নিয়ে বিতর্ক
বিতর্কের মূল কারণ ছিল সাইনবোর্ডটি যে স্থানে রাখা হয়েছিল, তা নিয়ে।
- হিন্দু সম্প্রদায়ের বক্তব্য: শ্রী রামনবমী সমিতির সঙ্গে যুক্ত মোহিত বাজপায়ী বলেন, ‘আই লাভ মুহাম্মদ’ লেখা নিয়ে আপত্তি নেই, তবে সাইনবোর্ডটি এমন স্থানে রাখা হয়েছিল, যা হিন্দুদের একটি উৎসব (রাম নবমী)-এর জন্য ব্যবহৃত হয়। তিনি নতুন জায়গায় নতুন প্রথা চালু না করার কথা বলেন।
- মুসলিম বাসিন্দাদের বক্তব্য: সাঈদ নগরের মুসলিম বাসিন্দারা দাবি করেন, সাইনবোর্ডটি এমন এক উন্মুক্ত স্থানে রাখা হয়েছিল, যেখানে তাঁরা প্রতিবছর ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপনের জন্য জড়ো হন।
একই সঙ্গে, অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, মুসলিম পুরুষদের বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর আয়োজিত শোভাযাত্রার সময় হিন্দু সম্প্রদায়ের একটি ব্যানার ছিঁড়ে ফেলারও অভিযোগ আনা হয়েছে।