
হোয়াটসঅ্যাপ। রয়টার্স।
আহসান হাবীব।
সহজে বার্তা ও ছবি আদান-প্রদানের জন্য অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপে বার্তার নিচে থাকা নীল রঙের দুটি টিক চিহ্ন দেখে বোঝা যায়, প্রাপক বার্তাটি পড়েছেন কি না। অনেক সময় প্রাপক চান না যে প্রেরক বার্তা পড়ার বিষয়টি জানুক। এ কারণে অনেকে ‘ব্লু টিক’ সুবিধা বন্ধ রাখেন। তবে এতে ভুল–বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, কারণ কেউই তখন বার্তা পড়ার বিষয়টি জানতে পারে না।
বারবার সেটিংস চালু ও বন্ধ করার ঝামেলা এড়াতে, চাইলেই হোয়াটসঅ্যাপ অ্যাপ না খুলেই যেকোনো ব্যক্তির পাঠানো বার্তা পড়া সম্ভব।
অ্যাপ না খুলে বার্তা পড়ার কৌশল
অ্যাপ না খুলে হোয়াটসঅ্যাপ বার্তা পড়ার জন্য স্মার্টফোনের হোমস্ক্রিনে একটি উইজেট যোগ করতে হবে।
- পদ্ধতি: ১. প্রথমে হোমস্ক্রিনে আঙুল চেপে কিছুক্ষণ ধরে রাখতে হবে। ২. এরপর ‘উইজেটস’ মেনু থেকে হোয়াটসঅ্যাপের ৪ বাই ২ ফরম্যাটের উইজেটটি বেছে নিতে হবে। ৩. উইজেটটি হোমস্ক্রিনে যুক্ত করলে এটি একটি ছোট উইন্ডোর মতো জায়গা তৈরি করবে।
- সুবিধা: সেখানে নতুন আসা বার্তাগুলো দেখা যাবে। বার্তা বড় হলে স্ক্রল করেও সম্পূর্ণ বার্তাটি পড়া যাবে, কিন্তু মূল অ্যাপটি খোলার দরকার হবে না। যেহেতু অ্যাপটি খোলা হলো না, তাই প্রেরক ‘ব্লু টিক’ দেখতে পাবেন না।
