
নিহত ছোট ভাই।ছবি
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ
ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আজহারুল ইসলাম চুন্নু (৩২)। এ ঘটনায় নিহতের স্ত্রী তানজিলা আক্তার (২২) বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন।
যেভাবে হামলা ও মৃত্যু
নিহতের স্ত্রী তানজিলা আক্তারের দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৬ অক্টোবর দুপুর ২টার দিকে শম্ভুগঞ্জ এলাকায় তাদের বসতবাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্বামীর বড় ভাই মাজহারুল ইসলাম সুমন (৩৫) ও ভাবি জান্নাত আক্তার (৩০) লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালান।হামলার সময় বিবাদী মাজহারুল ইসলাম প্রথমে ছোট ভাই আব্দুল করিম রনি (২৫)-এর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। পরবর্তীতে চুন্নু এগিয়ে এসে বাধা দিলে, তাঁর মাথার পিছনে রডের আঘাতে রক্তাক্ত জখম হয়। হামলাকারীরা চুন্নুকে মারধর করতে থাকে, এতে তাঁর হাত, পা ও কোমর ভেঙে যায়।
স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ও বিচার দাবি
আহত আজহারুল ইসলাম চুন্নুকে প্রথমে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ২১ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী তানজিলা আক্তার বলেন, “আমার স্বামীকে তারা পরিকল্পিতভাবে মেরেছে। এখন তারা পালিয়ে বেড়াচ্ছে। আমি ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “ঘটনার এজাহার গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্র জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই মাজহারুল ইসলাম সুমন ও তাঁর স্ত্রী জান্নাত আক্তার পলাতক রয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
