
সৌরজগৎ ছবি: ফ্রিপিক
প্রযুক্তি ডেস্ক।
সৌরজগতে সূর্যের আকর্ষণে পৃথিবী বিকাশের সময় নাজুক অবস্থায় ছিল। সেই সময় পৃথিবীর উপাদানকে সূর্যের দিকে টেনে নিয়ে যাওয়া থেকে রক্ষা করেছিল গ্রহদের মধ্যে আকারে সবচেয়ে বড় বৃহস্পতি। যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এক গবেষণায় এই তথ্য জানিয়েছেন, যা সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
বৃহস্পতির প্রভাব
- ফাঁকা স্থান তৈরি: বৃহস্পতি গ্রহ যখন আকারে বড় হতে থাকে, তখন এটি অভ্যন্তরীণ সৌরজগতের দিকে গ্যাস ও ধূলিকণার প্রবাহকে বাধা দেয়। বৃহস্পতি গ্রহ তৈরির বলয়ে একটি প্রশস্ত ফাঁকা স্থান তৈরি করেছিল।
- পৃথিবীকে সুরক্ষা: এই ফাঁকা স্থান সৃষ্টির কারণে পৃথিবীর উপাদান সূর্যের দিকে চলে যাওয়া থেকে বিরত থাকে। রাইস ইউনিভার্সিটির বিজ্ঞানী আন্দ্রে ইজিডোরো জানিয়েছেন, বৃহস্পতি না থাকলে পৃথিবী সম্ভবত আজকের মতো হতো না।
- সৌরজগতের কাঠামো: বৃহস্পতির শক্তিশালী মহাকর্ষশক্তি শুধু অভ্যন্তরীণ গ্রহের কক্ষপথকে স্থিতিশীল করতেই সাহায্য করেনি, বরং পুরো সৌরজগতের কাঠামোকেই প্রভাবিত করেছিল। এটি সৌরজগৎকে অভ্যন্তরীণ ও বাইরের অঞ্চলে বিভক্ত করে এবং উল্কাপিণ্ডের স্বতন্ত্র আইসোটোপিক স্বাক্ষর সংরক্ষণেও ভূমিকা রাখে।
গবেষকদের মতে, বিশাল গ্রহ গঠনের সময় চারপাশের পরিবেশকে প্রভাবিত করে। সেই হিসেবে বৃহস্পতি গ্রহের প্রভাব সৌরজগতে এখনো বিদ্যমান। চিলির অ্যাটাকামা লার্জ মিলিমিটার-সাবমিলিমিটার অ্যারে টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা বৃহস্পতি গ্রহের আদি প্রভাবের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।
