
সাভারের বেসরকারি সিটি ইউনিভার্সিটিতে হামলার সময় বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে ছবি : জাহান।
নিজস্ব প্রতিবেদক, সাভার।
সাভারের বেসরকারি সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে গত রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত হামলার ক্ষতচিহ্ন স্পষ্ট। আশুলিয়ার খাগান এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জের ধরে এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকালে পুরো ক্যাম্পাস ছিল ফাঁকা ও সুনসান নীরব।
ক্যাম্পাসের ক্ষয়ক্ষতি
- অগ্নিসংযোগ: ফটক দিয়ে ঢুকতেই ক্যাম্পাস চত্বরে আগুনে পুড়ে যাওয়া তিনটি বাস ও একটি প্রাইভেট কার দেখা যায়।
- ভাঙচুর: প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়সহ বিভিন্ন কক্ষে আসবাব ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া জানলার কাচ, মূল ফটক ও সীমানা প্রাচীরের ভাঙা অংশ চোখে পড়ে।
- নিরাপত্তা: নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তারক্ষী জানান, বর্তমানে তাঁরা ভয়ের মধ্যেই আছেন।
কর্তৃপক্ষের পদক্ষেপ
হামলার ঘটনার পর সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ:
- আগামী ৪ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে।
- প্রশাসনের নির্দেশে গতকাল সন্ধ্যার মধ্যেই সব শিক্ষার্থী হল থেকে চলে যান।
- হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা করাসহ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
