এনডিটিভি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩৯

কলকাতায় ভারী বৃষ্টির পর জলাবদ্ধতাছবি: এএনআইয়ের এক্স অ্যাকাউন্টে দেওয়া ভিডিও থেকে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় গতকাল সোমবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি-সংশ্লিষ্ট নানা কারণে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
কলকাতার বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট ও ইকবালপুর এলাকায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এই অঞ্চলগুলো শহরের মধ্য ও দক্ষিণাঞ্চলে বিস্তৃত।
জনজীবনে প্রভাব
ভারী বর্ষণের কারণে শহরের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। যার কারণে:
- ব্যাপক যানজট: শহরের বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
- পরিবহন সেবা বিঘ্নিত: শহরের উপকণ্ঠে রেল ও মেট্রো সেবা ব্যাহত হচ্ছে। ফ্লাইট ধরতে কলকাতা বিমানবন্দরের দিকে যাওয়া যাত্রীরাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো ফ্লাইট বিলম্বিত হতে পারে বলে সতর্কতা জারি করেছে।
- বাসস্থান ও সম্পদের ক্ষতি: শহরের অনেক নিচু এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি স্কুল বৃষ্টির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।
কলকাতা পৌরসভার তথ্য অনুযায়ী, শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা বেশি ছিল। গড়িয়া কামদাহারিতে কয়েক ঘণ্টার মধ্যে ৩৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তর বলেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এই ভারী বৃষ্টি হচ্ছে এবং শহরে আরও বৃষ্টি হতে পারে।
দুর্গাপূজার প্রস্তুতিতে প্রভাব
দুর্গাপূজার মাত্র কয়েক দিন আগে এমন ভারী বৃষ্টি ও জলাবদ্ধতা দেখা দেওয়ায় আয়োজকরা চিন্তিত। কলকাতা শহরের পূজামণ্ডপগুলোয় সারা বিশ্ব থেকে মানুষেরা ভিড় জমান। এখানকার অনেক মণ্ডপই প্রায় প্রস্তুত। তাই আয়োজনকারীদের এখন নিশ্চিত করতে হবে যে অবিরাম বৃষ্টির কারণে তাদের কয়েক মাসের এই পরিশ্রম যেন নষ্ট না হয়ে যায়।