
জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধিদল আজ মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। ছবি: জাহান।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুপারিশে দলটি জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে। দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
গণভোটের দাবি
সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি নিয়ে গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, জুলাই জাতীয় সনদের মাধ্যমে বিদ্যমান রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে ঐকমত্য হয়েছে, তা সম্পর্কে জনগণকে জানাতে হবে।
- সময়: তিনি বলেন, সংস্কার ও জাতীয় সনদের বিষয়গুলো নির্বাচন কমিশনকে জনসমক্ষে ওয়েবসাইটে দিতে হবে, যাতে ভোটাররা জেনে সিদ্ধান্ত নিতে পারেন। এর জন্য নভেম্বরই উপযুক্ত সময়।
- বিপদ এড়ানো: একই দিনে নির্বাচন ও গণভোট হলে কেন্দ্রে সহিংসতা হতে পারে এবং ভোট বন্ধ হলে গণভোটের দশা কী হবে—এমন আশঙ্কা প্রকাশ করে তিনি নভেম্বরে গণভোটের প্রস্তাব দেন।
বিএনপির আপত্তিতে জামায়াতের ক্ষোভ
জোট করলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট করার সিদ্ধান্তের বিষয়ে বিএনপির আপত্তির প্রসঙ্গে জামায়াত নেতা পরওয়ার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন,
- আপত্তি: উপদেষ্টা পরিষদ কর্তৃক এই সংশোধন অনুমোদিত হওয়ার পরও একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য আপত্তি জানানো হয়েছে।
- লেভেল প্লেয়িং ফিল্ড: তিনি প্রধান কমিশনারকে বলেছেন, কমিশনের সিদ্ধান্ত সংশোধনের ব্যাপারে একজন উপদেষ্টা একটি দলের নেতার সঙ্গে ‘জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট’ করতে পারেন না। জামায়াত এর ঘোর আপত্তি জানিয়েছে এবং দাবি করেছে, সংশোধিত বিধানের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।
