ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা, ঘটনাস্থলেই প্রাণ হারান একজন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূর্ঘটনার ছবি।
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
যেভাবে ঘটল দুর্ঘটনা
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী লেনে একটি মালবাহী ট্রাকের চাকা বিস্ফোরণ হওয়ায় সেটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে আরেকটি মালবাহী ট্রাক দ্রুত গতিতে এসে পেছন থেকে সেই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, নিহত দুজন ধাক্কা দেওয়া ট্রাকটির চালক ও সহকারী ছিলেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সময় পর্যন্ত তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে।