রয়টার্স
ওয়াশিংটন
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩৯

টম হোম্যানছবি: রয়টার্স ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বর্ডার জার’ (সীমান্ত ও অভিবাসনবিষয়ক উপদেষ্টা) টম হোম্যান সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে ঘুষ নিয়েছিলেন। গত বছর কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই-এর এক গোপন অভিযানে এমন দৃশ্য ধরা পড়েছিল। গতকাল রোববার এ ঘটনার বিষয়ে জানাশোনা থাকা দুটি সূত্রের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
যেভাবে ঘুষ লেনদেন ধরা পড়ল
- এফবিআইয়ের একজন সদস্য একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি সেজে হোম্যানের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ৫০ হাজার ডলার ভর্তি একটি ব্যাগ দেন।
- অভিযোগ অনুযায়ী, ঘুষ নেওয়ার বিনিময়ে হোম্যান প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার পর অভিবাসন-সংক্রান্ত সরকারি চুক্তি পাইয়ে দেবেন।
- এফবিআইয়ের ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, হোম্যান একটি রেস্তোরাঁ থেকে ৫০ হাজার ডলারের ঘুষ ভর্তি ব্যাগটি নিচ্ছেন।
- রয়টার্সকে একটি সূত্র জানায়, হোম্যানের বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়েছিল ২০২৪ সালের আগস্টে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ দিকে।
তদন্ত বন্ধ ও হোয়াইট হাউসের প্রতিক্রিয়া
যদিও এফবিআই এই ঘুষের ঘটনা তদন্তে গোপন অভিযান চালিয়েছিল, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ পরে সেই তদন্ত বন্ধ করে দেয়। গতকাল রোববার কাশ প্যাটেল এবং উপ-অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এক বিবৃতিতে বলেন, “এই ব্যাপারটি মূলত আগের প্রশাসনের সময়ে শুরু হয়েছিল এবং এফবিআইয়ের কর্মী ও বিচার বিভাগের প্রসিকিউটররা এটি বিস্তারিত পর্যালোচনা করেছেন। এটাকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে বিবেচনা করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাননি তাঁরা।”
বিবৃতিতে আরও বলা হয়, “মার্কিন জনগণের প্রতি প্রকৃত হুমকির দিকে বিচার বিভাগের অবশ্যই মনোযোগী থাকা উচিত, ভিত্তিহীন তদন্তে নয়। তাই এই তদন্ত বন্ধ করা হয়েছে।”
অন্যদিকে, হোয়াইট হাউসের উপ-প্রেস সেক্রেটারি অ্যাবিগেল জ্যাকসন এক বিবৃতিতে হোম্যানকে একজন পেশাদার আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং জীবনভর সরকারি চাকরিজীবী হিসেবে অভিহিত করে তার প্রশংসা করেছেন।