
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর কথিত ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) আন্দোলন’ একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। আজ রোববার এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলামের অভিযোগ
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জামায়াত এই আন্দোলনকে একটি সুপরিকল্পিত উপায়ে উত্থাপন করেছে:
- উদ্দেশ্য: ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ–অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা তোলা হয়েছে।
- স্বার্থের ব্যবহার: তিনি বলেন, পিআর-এর মতো মৌলিক সংস্কারের দাবিকে জামায়াত এবং তার সহযোগীরা ছিনতাই করেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর–কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
- সংস্কারের ছদ্মবেশ: নাহিদ ইসলাম আরও বলেন, ঐকমত্য কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে জামায়াতের আকস্মিক অনুমোদন সংস্কার আকাঙ্ক্ষার ফল নয়; বরং একটি ‘কৌশলগত অনুপ্রবেশ’ বা ‘সংস্কারবাদের ছদ্মবেশে একটি রাজনৈতিক নাশকতা’।
এনসিপির আহ্বায়ক মন্তব্য করেন, বাংলাদেশের জনগণ এখন এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে এবং আর কোনো অসৎ শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না।