
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০: ২৭
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে তাঁর ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার রাতে মোদিকে তাঁর জন্মদিনের আগেই এই শুভেচ্ছা জানান তিনি। এটি ছিল গত মাসে দুই দেশের সম্পর্ক শীতল হওয়ার পর দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ।
সম্পর্ক শীতল হওয়ার কারণ
রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনার কারণে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক বাড়িয়ে দিয়েছিলেন। এর ফলে, দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তবে, এই ফোনালাপের ঠিক আগে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হয়, যা দুই পক্ষই ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেছে। এটি দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটি বড় ইঙ্গিত।
ট্রাম্প ও মোদির সামাজিক যোগাযোগমাধ্যম বার্তা
এই ফোনালাপের পরপরই দুই নেতাই নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পোস্ট করেন।
- ডোনাল্ড ট্রাম্প: নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “এইমাত্র আমার বন্ধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক অসাধারণ ফোনালাপ করলাম। আমি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম! তিনি দারুণ কাজ করছেন। নরেন্দ্র: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।”
- নরেন্দ্র মোদি: তিনি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “আমার ৭৫তম জন্মদিনে ফোনকল ও আন্তরিক শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্রের সমন্বিত ও বৈশ্বিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।”
সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বরফ গলার প্রথম ইঙ্গিত পাওয়া গিয়েছিল ৬ সেপ্টেম্বর। সেদিন ট্রাম্প বলেছিলেন, দুই দেশের মধ্যে একটি ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে এবং ‘দুশ্চিন্তার কিছু নেই’। এর কয়েক ঘণ্টা পর মোদি ট্রাম্পের সদিচ্ছা ও সম্পর্কের ইতিবাচক মূল্যায়নকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান এবং তিনিও একই অনুভূতি প্রকাশ করেন। (
ইন্ডিয়ান এক্সপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হলো: