
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুফাইল ছবি: রয়টার্স।
আল-জাজিরা।
হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় আবার তীব্র হামলা চালানোর জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “নিরাপত্তাবিষয়ক পরামর্শের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় অবিলম্বে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।” তবে হামলা কখন ও কোথায় চালানো হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
যুদ্ধবিরতি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
- ইসরায়েলের অভিযোগ: যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গতকাল সোমবার হামাস একজন জিম্মির মরদেহ ফেরত দিলেও, ইসরায়েলের দাবি—সেটি দুই বছর আগে উদ্ধার করা অপহৃত এক ব্যক্তির মরদেহ। এটি বর্তমানে হামাসের হাতে থাকা ১৩ জন জিম্মির মরদেহের কোনোটি নয়।
- হামাসের স্থগিতাদেশ: অপরদিকে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড ঘোষণা দিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আজ সকালে পাওয়া একজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত করছে তারা। কাসেম ব্রিগেড বলছে, ইসরায়েলের যেকোনো তৎপরতা মরদেহ খুঁজে বের করা ও উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি করবে।
৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মিসরের শারম আল-শেখে গাজায় যুদ্ধবিরতির চুক্তি সই হয় এবং ১০ অক্টোবর থেকে তা কার্যকর হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে। এই দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ৬৮ হাজার ৫০০–এর বেশি মানুষ নিহত হয়েছেন।
