
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে খুলনা ও সিলেট বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা। আজ সোমবার সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েছবি: সংগৃহীত।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি সিলেট।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনা ও সিলেট বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা
বৈঠকে উপস্থিত সিলেট ও খুলনা বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী জানান, তারেক রহমান সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দ্রুত ৩০০টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন। তিনি বলেন, “বিএনপি ও দেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি নির্দেশ দেন যে যাঁকেই প্রার্থী ঘোষণা করা হবে, তাঁর পক্ষেই অপর মনোনয়নপ্রত্যাশীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
বৈঠকের প্রক্রিয়া
- পর্যায়ক্রম: আজ বিকেল চারটার পর থেকে তারেক রহমান তিন ধাপে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। সিলেট ও খুলনার আগে রাজশাহী ও বরিশাল এবং পরে ঢাকা বিভাগের নেতাদের সঙ্গেও বৈঠক করেন।
- উপস্থিতি: প্রতিটি বৈঠকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথা বলেন।
