
মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজার এলাকায় চাপরাশি খালের ওপর অবৈধভাবে নির্মিত ২০টি স্থাপনা এই অভিযানে ভেঙে ফেলা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী চলা এই অভিযানে খালের দখলকৃত ও ভরাটকৃত অংশ পুনরুদ্ধার করা হয়।
ইউএনও’র কঠোর বার্তা
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম অভিযানটি পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করেন।
ইউএনও তানভীর ফরহাদ শামীম বলেন, “সরকারি খাল ও জলাধার জনগণের সম্পদ। খালের স্বাভাবিক প্রবাহ রক্ষায় কোনো প্রভাবশালী বা ব্যক্তি বিশেষকে অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না। খাল দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
এলাকাবাসীর স্বস্তি
দীর্ঘদিন ধরে দখল ও বর্জ্য ফেলার কারণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। খাল দখলমুক্ত হওয়ায় স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু চাপরাশি খাল নয়, উপজেলার অন্যান্য খাল, জলাশয় ও সরকারি জমিও পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।
