
এআই চালিত রোবট কুকুর ছবি: রয়টার্স
রয়টার্স বেইজিং।
যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামার আগাম প্রদর্শনীর অংশ হিসেবে চীনা সামরিক বাহিনী (পিএলএ) এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রচেষ্টা চালাচ্ছে। শত শত গবেষণাপত্র, পেটেন্ট এবং ক্রয়-নথি পর্যালোচনার মাধ্যমে রয়টার্স দেখতে পেয়েছে, চীন স্বয়ংক্রিয়ভাবে নিশানা নির্ধারণ এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার ক্ষেত্রে কতটা অগ্রসর হচ্ছে।
সামরিক প্রযুক্তিতে এআই-এর ব্যবহার
- রোবট কুকুর ও ড্রোন: নথি অনুযায়ী, চীন এআই চালিত রোবট কুকুর ব্যবহারের কথা ভাবছে। এটি দিয়ে একই সঙ্গে নজরদারি চালানো এবং স্বয়ংক্রিয়ভাবে নিশানা নির্ধারণ করা যাবে। এআই চালিত ড্রোন ব্যবহার করে স্যাটেলাইট ও ড্রোন থেকে তোলা ছবি দ্রুত বিশ্লেষণ করার প্রযুক্তি তৈরির দিকেও মনোযোগ দেওয়া হচ্ছে।
- ডিপসিকের ওপর নির্ভরতা: পিএলএ-এর বিভিন্ন প্রতিষ্ঠানের দরপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে স্থানীয় চীনা প্রতিষ্ঠান ডিপসিক মডেল ব্যবহারের ইঙ্গিত আছে এবং এর ক্রয় বিজ্ঞপ্তি দ্রুত বৃদ্ধি পেয়েছে। তবে একটি দরপত্রে আলিবাবার কোয়েনমডেল ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে পিপলস লিবারেশন আর্মির সদস্যরা একটি ড্রোন প্রদর্শন করেন। ৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: রয়টার্স।
চিপ ও নিষেধাজ্ঞার প্রভাব
- এনভিডিয়ার চিপ: ২০২২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র এনভিডিয়ার জনপ্রিয় এ১০০ এবং এইচ১০০ চিপ চীনে রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও, নথি পর্যালোচনা করে দেখা গেছে, চীনা সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো নিষেধাজ্ঞার আওতায় থাকা সেই চিপগুলোর সন্ধান করছে বা ব্যবহার করছে।
- দেশীয় হার্ডওয়্যার: ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাংক জেমসটাউন ফাউন্ডেশনের গবেষক সানি চুয়াং বলছেন, চীনা সেনাবাহিনী ২০২৫ সালে এমন সব প্রতিষ্ঠানকে চুক্তিভিত্তিক কাজ দেওয়া বৃদ্ধি করেছে, যারা কেবল দেশীয় হার্ডওয়্যার, যেমন হুয়াওয়ের এআই চিপ, ব্যবহার করছে বলে দাবি করে থাকে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ডিপসিক কর্তৃপক্ষ স্বেচ্ছায় চীনের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহযোগিতা করছে এবং যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি প্রতিপক্ষের হাতে পৌঁছাতে দেবে না।
