বর্তমান পরিস্থিতিকে ১৯৯০ দশকের ‘ডটকম বুদ্বুদ’-এর সঙ্গে তুলনা

বিল গেটস।ছবি:রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের মতে, বিশ্ব বর্তমানে একটি এআই বুদ্বুদের মধ্যে রয়েছে। তিনি এই বর্তমান পরিস্থিতিকে ১৯৯০ দশকের শেষ দিকের ডটকম বুমের সঙ্গে তুলনা করে আশঙ্কা প্রকাশ করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অনেক বিনিয়োগই শেষ পর্যন্ত ব্যর্থ হতে পারে।
ডটকম বুমের সঙ্গে তুলনা
বর্তমানে ওপেনএআই, পারপ্লেক্সিটি বা অ্যানথ্রোপিকের মতো এআই প্রতিষ্ঠানগুলোয় শত শত কোটি ডলার বিনিয়োগ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এই অবস্থাকেই বিল গেটস একটি এআই বুদ্বুদ মনে করছেন।
বিল গেটস বলেন, “আমরা বর্তমানে একটি এআই বুদ্বুদে রয়েছি। এই পরিস্থিতি কোনো কাল্পনিক বিষয় নয়।” তিনি মনে করিয়ে দেন, ১৯৯০ দশকের শেষের দিকে ডটকম বুমের ফলে বেশ কয়েকটি ইন্টারনেট প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যায়ন করা হয়। এর ফলস্বরূপ ২০০০ সালে ডটকমে ধস নেমে আসে। তিনি বলেন, কিছু প্রতিষ্ঠান তখন সফল হলেও, পুঁজি নষ্ট করা বহু প্রতিষ্ঠান ছিল।
অন্যান্য সিইওদের সতর্কতা
বিল গেটসের আগে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানও ইঙ্গিত দিয়েছিলেন যে, এআই ভবিষ্যতে একটি বুদ্বুদ হতে পারে। তিনি মনে করেন, বিনিয়োগকারীরা এআই নিয়ে অতিরিক্ত উত্তেজিত হচ্ছেন। একইভাবে, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গও এ বছরের শুরুতে এআই বুদ্বুদ হতে পারে বলে জানিয়েছিলেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে মেসেজিং অ্যাপ থেকে শুরু করে ব্রাউজার বা কোডিং করার জন্য নানা ধরনের টুলে ব্যবহৃত হচ্ছে এবং প্রতিটি প্ল্যাটফর্মেই এর উপস্থিতি দেখা যাচ্ছে।
