
মো. সাজ্জাদছবি: পরিবারের কাছ থেকে পাওয়া
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরে যুবদলের দুই পক্ষের মারামারিতে গুলিতে মো. সাজ্জাদ (২২) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন।
- ঘটনা: গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে নগরের বাকলিয়া এক্সেস সড়কের বগার বিল মুখ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
- সূত্রপাত: পুলিশ জানায়, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত।
চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের নিজেদের মধ্যে মারামারিতে অস্ত্রবাজির ঘটনা নতুন নয়।
- পূর্বের ঘটনা: চলতি বছরের ২১ মার্চ নগরের খুলশী এলাকায় ব্যানার টাঙানো নিয়ে সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনায় মো. জিহাদ নামের এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হন এবং পরে ৩ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই সংঘর্ষ হয়েছিল নগর ছাত্রদলের সদস্যসচিব শরীফুল ইসলামের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা শাহ আলমের অনুসারীদের মধ্যে।
