
দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। আজ সোমবারছবি:
প্রতিনিধি, জামালপুর।
জামালপুরে কাভার্ড ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা দুইটার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দিগপাইত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয়
নিহত ব্যক্তিরা হলেন:
- আরিফা আক্তার (২৮) – সরিষাবাড়ী উপজেলার উচ্চগ্রাম এলাকার বাসিন্দা।
- রাশেদ মিয়া (৩০) – সরিষাবাড়ী উপজেলার সানাকুঁড় এলাকার বাসিন্দা।
- চাঁন মিয়া (৬২) – সদর উপজেলার তিতপল্লা এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিগপাইত এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রাশেদ মিয়া মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা আরিফা আক্তার ও চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গজামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানিয়েছেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
