
সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারেছবি: সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে নেওয়া।
পড়াশোনা ডেস্ক।
বিদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর প্রোগ্রামে ৭৫০টির বেশি ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে সুইডেন সরকার। এই বৃত্তির নাম সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এসআই স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
সম্পূর্ণ অর্থায়িত এই স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে।
বৃত্তির সুযোগ-সুবিধা
- জীবনযাত্রার খরচ: শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিশ ক্রোনা (Swedish Krona) দেওয়া হবে।
- ভ্রমণ অনুদান: ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান দেওয়া হবে।
- স্বাস্থ্যবিমা: সম্পূর্ণ স্বাস্থ্যবিমা প্রদান করা হবে।
- নেটওয়ার্কিং: এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালস এবং এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ প্রদান করা হবে।
