
মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের (সিসিএইচ) আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় উদ্যোগ
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সাদিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল আহাদ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ব্র্যাকের এই প্রকল্পের মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া সহ ১২টি মশাবাহিত ও জলবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বক্তারা আরও জানান, এ প্রকল্পের আওতায় উঠান বৈঠক, মাইকিং, কমিউনিটি ক্লিনিক মিটিং এবং ইমার্জেন্সি রেসপন্স টিম গঠনসহ নানা কার্যক্রম কোম্পানীগঞ্জসহ নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। তাঁরা জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব মোকাবিলায় রেফারেল লিংকেজ তৈরি ও সমন্বিত প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।
এ সময় ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (টিবি) অফিসার সনাতন তালুকদার, ব্র্যাক প্রবাস বন্ধু ফোরাম–২ ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এএইচএম মান্নান মুন্নাসহ স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
