
কাজি বেলাল স্কুল এন্ড কলেজে শোকসভা ও দোয়া অনুষ্ঠান।ছবি
মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা কদমতলীস্থ কাজী বেলাল স্কুল এন্ড কলেজ-এর সম্মানিত অভিভাবক সদস্য মরহুম গোলাম ছারওয়ার বাটু-এর স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের সভাপতি আনোয়ারুল আজীম (সবুজ)-এর সভাপতিত্বে এবং শিক্ষক জিয়াব উদ্দিনের সঞ্চালনায় এই অনুষ্ঠান হয়।
বক্তাদের স্মৃতিচারণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার মাওলানা মিজানুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি রইছ উদ্দিন মাসুদ।
বক্তাগণ মরহুম গোলাম ছারওয়ার বাটু’র বর্ণাঢ্য জীবন নিয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, সততা, নিষ্ঠা, জ্ঞান ও গুণে তাঁর তুলনা বিরল। তিনি সুমিষ্টভাষী, অতিথি পরায়ণ ও শিক্ষানুরাগী মানুষ হিসেবে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যু সমাজ ও শিক্ষা জাগরণে অপূরণীয় ক্ষতি হয়েছে।পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এর পূর্বে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি আনোয়ারুল আজীম (সবুজ)।বক্তাগণ মরহুম গোলাম ছারওয়ার বাটু’র বর্ণাঢ্য জীবন নিয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, সততা, নিষ্ঠা, জ্ঞান ও গুণে তাঁর তুলনা বিরল। তিনি সুমিষ্টভাষী, অতিথি পরায়ণ ও শিক্ষানুরাগী মানুষ হিসেবে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যু সমাজ ও শিক্ষা জাগরণে অপূরণীয় ক্ষতি হয়েছে।
এছাড়াও বক্তব্য রাখেন কমিটির দাতা সদস্য আবুল বাশার বাহার, দাতা সদস্য ও ধানশালিক ইউপির প্যানেল চেয়ারম্যান শফি উল্যাহ (বাচ্চু), দাতা সদস্য এনামুল হক চৌধুরী ও শিক্ষক আরাফাত আলী চৌধুরী প্রমুখ।
