বিএনপির নিবেদিত প্রাণ নেতার রুহের মাগফিরাত কামনা

আমান উল্লাহ আকন্দ
ময়মননিংহ
বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং সদ্য প্রয়াত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ.কে.এম মোশাররফ হোসেন এফসিএ-এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বিএনপি। কোরআন খতমের মাধ্যমে এই প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১১টায় ময়মনসিংহ নগরীর হরি কিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপি এই কর্মসূচি পালন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ.কে.এম মোশাররফ হোসেন ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ। তাঁর প্রয়াণ দেশ এবং দলের জন্য অপূরণীয় ক্ষতি। বক্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমসহ ওলামা দল এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রয়াত প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন একসময় সচিব ছিলেন। কর্মজীবন শেষে তিনি রাজনীতিতে যোগ দিয়ে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন।