
আমান উল্লাহ আকন্দ
ময়মনসিংহ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ নগরীতে নির্বাচনী ও ধানের শীষের প্রচার মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনায় স্লোগান দেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১টায় টাউন হল প্রাঙ্গণ থেকে এই প্রচার মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে নগরীর ৩৩টি ওয়ার্ড এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বর্ণাঢ্য ব্যানার ও ফেস্টুনে নেতাকর্মীরা টাউন হল প্রাঙ্গণে এসে জড়ো হন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রচার মিছিল শুরু হলে জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনাপাড়, স্টেশন রোড ও জুবিলীঘাটসহ আশেপাশের সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এই প্রচার মিছিলটি বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী এবং আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সমর্থনে অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের বার্তা
দায়িত্বশীল বিএনপি নেতারা জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে আয়োজিত এই প্রচার মিছিলে সাময়িক অসুবিধার জন্য ক্ষমার সুন্দর দৃষ্টি প্রত্যাশা করেছেন।
মনোনয়ন প্রত্যাশী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “বিগত ১৫ বছর ধরে দেশের জনগণ ভোটাধিকার বঞ্চিত। তারা পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে ভোট দিতে মুখিয়ে আছে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারণার মাধ্যমে জনগণকে নির্বাচনমুখী করতেই এই মিছিল।” তিনি আশা করেন, দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে।
মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সদস্য মো: নজরুল ইসলাম ভূঁইয়া, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাওকেবাদ মামুন, এনামুল হক আকন্দ লিটন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।