
প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ১১
ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীরা নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে নারী ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘ডাকসু নির্বাচনী বিতর্ক -২০২৫’–এ তাঁরা এসব প্রতিশ্রুতি দেন।
আবু বাকের মজুমদার (বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ)
বিতর্কে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব ভেঙে স্বচ্ছ পদ্ধতি চালু করা হবে। তিনি অকার্যকর গবেষণা কেন্দ্রগুলো পুনরায় কার্যকর করার এবং শিক্ষার্থীদের জন্য খাবারের মানোন্নয়ন ও মূল্য কমানোর প্রতিশ্রুতি দেন। এছাড়া, বাসের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধি এবং ‘এক আইডি, সব সমাধান’ (‘One ID All Solution’) ব্যবস্থা চালু করার কথাও জানান তিনি।
আল সাদী ভূঁইয়া (স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য)
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া বলেন, তিনি নির্বাচিত হলে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠন এবং ধর্মীয় ও জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে। তাদের প্রধান সামাজিক উৎসবগুলোতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছুটির ব্যবস্থা করা হবে।
এস এম ফরহাদ (ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট)
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, একজন ডাকসু নেতার এমন সক্ষমতা থাকতে হবে, যাতে তিনি প্রাক্তন শিক্ষার্থীদের সাহায্য নিয়েও ক্যাম্পাসের উন্নয়নে কাজ করতে পারেন। তিনি শিক্ষার্থীদের অভিযোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে একটি আইনি দল গঠনের কথা জানান।
শেখ তানভীর বারী হামীম (ছাত্রদল সমর্থিত)
ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম তাঁর ১০০ দিনের পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভিন্ন মত ও পথের মানুষকে নিয়ে কীভাবে কাজ করতে হয়, তার প্রমাণ তারা দিচ্ছেন। নির্বাচনের মাত্র সাত দিন আগে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করার প্রতিবাদও জানিয়েছেন তিনি।