জামায়াত ও বিএনপি সমর্থিত প্যানেলসহ মোট ৮ প্রার্থীর লড়াই, ভোটার সংখ্যা ১৯৮ জন

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম চরকাঁকড়া পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটি বুথে একটানা এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী তালিকা
এই নির্বাচনে ম্যানেজিং কমিটির মোট ৫টি অভিভাবক সদস্য পদে নির্বাচনের জন্য ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেল, বিএনপি সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯৮ জন।
| প্যানেল | প্রার্থীর নাম | ক্রমিক নং |
| জামায়াত সমর্থিত | আব্দুল্লাহ আল মামুন, আবুল হোসেন, নুরুল আলম, হাছিনা আক্তার (মহিলা) | ১, ২, ৫, ৮ |
| বিএনপি সমর্থিত | আব্দুর রহমান, নুর নবী বাহার, কামরুন নাহার (মহিলা) | ৩, ৬, ৭ |
| স্বতন্ত্র | একরামুল হক | ৪ |
স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে জামায়াতের নেতা আজাদ বলেন, কমিটির স্বচ্ছতা, রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত। তিনি মনে করেন, রাজনৈতিক প্রভাব এড়াতে সরকারি কর্মকর্তা বা যোগ্য ব্যক্তিদের কমিটিতে রাখা প্রয়োজন।
জানা গেছে, ম্যানেজিং কমিটির নির্বাচন ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে পিতার ভোট পুত্র দেওয়া নিয়ে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়।
