
পড়াশোনা ডেস্ক।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণা বলছে, কিছু ঐতিহ্যবাহী ডিগ্রি দ্রুত বাজারে তাদের মূল্য হারাচ্ছে। এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকতে অনেক শিক্ষার্থীকেই পড়াশোনার ধরন বদলে ফেলতে হবে।
এখন আর শুধু ডিগ্রি নয়—চাকরিদাতারা কর্মীর নির্দিষ্ট দক্ষতা ও অভিযোজনক্ষমতা চাইছে।
যেসব ডিগ্রির বাজারমূল্য কমছে
- প্রযুক্তিনির্ভর ডিগ্রি: ডেভিড জে ডেমিং ও কাদেম নোরে–এর ২০২০ সালের এক গবেষণায় বলা হয়, প্রযুক্তিনির্ভর কিছু ডিগ্রির আয় বাড়লেও কর্মজীবনের সঙ্গে সঙ্গে সেই বাড়তি সুবিধা দ্রুত কমে যায়। কারণ, এসব ক্ষেত্রে দক্ষতার অপ্রচলন (obsolescence) খুব দ্রুত ঘটে।
- এমবিএ-এর মতো মর্যাদাশীল ডিগ্রি: হার্ভার্ড বিজনেস স্কুলের ২০২৫ সালের শুরুর দিকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এমনকি এমবিএ-এর মতো মর্যাদাপূর্ণ ডিগ্রিধারীরাও এখন আগের মতো দ্রুত শীর্ষ চাকরি পাচ্ছেন না। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, ক্ল্যাসিক ডিগ্রির বাজারমূল্য ধীরে ধীরে কমছে।
- মানবিক ও সামাজিক বিজ্ঞান: দ্য হার্ভার্ড ক্রিমসন জানিয়েছে, মানবিক ও সামাজিক বিজ্ঞান শাখার জনপ্রিয়তাও কমছে। শিক্ষার্থী ও নিয়োগদাতারা এখন স্পষ্ট ক্যারিয়ারপথ ও প্রযুক্তিনির্ভর বিষয়গুলোর দিকে বেশি ঝুঁকছেন।
