অভিজ্ঞ সাংবাদিকের নতুন সংবাদপত্রের জন্ম, ‘দৈনিক জাহান’-এর পক্ষ থেকে শুভেচ্ছা

দৈনিক জাহান ডেস্ক
আজ আমাদের সাংবাদিকতা পরিবারের জন্য এক আনন্দ ও গৌরবের মুহূর্ত। আমাদের দীর্ঘদিনের সহকর্মী, প্রথম আলোর বর্ণময় দিনগুলোর সহযাত্রী এবং সকলের পরম শ্রদ্ধেয় মোর্শেদ নোমান, তাঁর নতুন স্বপ্নের তরী ভাসিয়েছেন। তিনি “স্পটলাইট” নামক একটি নতুন সংবাদপত্রের জন্ম দিয়েছেন। এই মহতী যাত্রার শুভক্ষণে, দৈনিক জাহান পরিবারের পক্ষ থেকে আমরা তাঁকে জানাই উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা।
যেকোনো নতুন গণমাধ্যমের আত্মপ্রকাশ কেবল একটি সংবাদপত্রের বৃদ্ধি নয়, এটি মূলত সত্যের পক্ষে আরও একটি শাণিত কণ্ঠস্বরের সংযোজন। মোর্শেদ নোমান ভাইয়ের মতো একজন অভিজ্ঞ ও নিষ্ঠাবান সাংবাদিক যখন এই মহৎ উদ্যোগের কাণ্ডারি হন, তখন আমাদের আশার পারদ স্বাভাবিকভাবেই ঊর্ধ্বে ওঠে।
“স্পটলাইট”: সত্যের অপ্রতিরোধ্য আলোর শপথ
এই নতুন প্রতিষ্ঠানের নামকরণ — “স্পটলাইট”— সাংবাদিকতার মূলমন্ত্রেরই এক শৈল্পিক প্রতিফলন। স্পটলাইটের ধর্ম হলো, গভীর তিমির থেকে সত্যের মুখচ্ছবিকে টেনে এনে প্রখর আলোয় উদ্ভাসিত করা। আমরা আশা করি, এই “স্পটলাইট” সেই অপ্রতিরোধ্য আলো হবে, যা কোনো বাধাকেই মানবে না।
আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন তথ্যের কোলাহলে জনগুরুত্বপূর্ণ জরুরি বিষয়গুলো প্রায়শই হারিয়ে যায়। ‘স্পটলাইট’-এর ব্রত হওয়া উচিত সেই কোলাহল ভেদ করে, অনাবশ্যকতার আগাছা সরিয়ে, ঠিক সেই নির্দিষ্ট সত্যটিকে আলোর কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা।
প্রত্যাশা ও চ্যালেঞ্জ
‘সত্য ও ন্যায়ের এক স্বচ্ছ সংবাদ দর্পণ’ হিসেবে ‘স্পটলাইট’-এর কাছে তাই আমাদের প্রত্যাশা বিস্তৃত। আমরা বিশ্বাস রাখতে চাই, এই ‘স্পটলাইট’ নিপতিত হবে ক্ষমতার সুরক্ষিত দুর্গে প্রচ্ছন্ন থাকা অস্বস্তিকর সত্যের ওপর এবং ভেদ করবে সমাজের সেইসব অন্ধকার প্রান্ত, যেখান থেকে নিপীড়িতের চাপা ক্রন্দনধ্বনি বাতাসে মেশার সুযোগ পায় না। এর আলো কোনো নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ না থেকে এক সত্যের উন্মোচন থেকে আরও অনেক সত্য উন্মোচনের সাহস জন্ম দেবে।
বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতার মানচিত্রে যখন আমাদের অবস্থান হতাশাজনক, তখন ‘স্পটলাইট’-এর এই আগমন এক নতুন আশার সঞ্চার করে। আমরা দৃঢ় বিশ্বাস করি, মোর্শেদ নোমান ভাইয়ের প্রজ্ঞা, দূরদর্শিতা এবং সত্যের প্রতি তাঁর আপসহীন অবস্থান এই হতাশাজনক চিত্র বদলাতে অনুঘটকের ভূমিকা রাখবে।
গণমাধ্যমের এই বন্ধুর পথে, এমন একটি সাহসী ও সময়োপযোগী উদ্যোগকে ‘দৈনিক জাহান’ অন্তর থেকে সাধুবাদ জানায়। সত্যের সন্ধানে এই নতুন ও অপ্রতিরোধ্য পথচলায় মোর্শেদ নোমান ভাই ও তাঁর সমগ্র টিমের জন্য রইলো আমাদের নিরন্তর শুভকামনা।